প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : “গৃহহীনে গৃহদান শেখ হাসিনার অবদান, রাখবো নিষ্কন্টক জমি বাড়ী করবো সবাই ই- নামজারি” এই স্লোগান কে সামনে নিয়ে নাগরপুরে ৭ দিন ব্যাপী ভূমি সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা,
কৃষি অফিসার বিএম রাশেদুল আলম ,মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান মিঞা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.সুজায়েত হোসেন।
এ সময় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষাথীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।