প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নাগরপুরে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে উপজেলা রিটানিং অফিসারের কার্যালয়ে সৈয়দ ফয়েজুল ইসলামের কাছে মনোনয়ন জমা দেন। এর আগে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে উপজেলা সদর বাজারে বিশাল শো-ডাউন করেন মো. কুদরত আলী । এসময় নেতাকর্মীদের মাঝে প্রান চাঞ্চল্য দেখা দেয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মো.কুদরত আলী বলেন ,জাতিজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে।
তিনি আরো বলেন আপনারা আমাকে ভোট দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের পরপর দুইবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।
কুদরত আলী ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে নাগরপুরে ছাত্রলীগকে শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করেন।
এছাড়াও তিনি নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এবং জেলা যুবলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন।রাজনীতির পাশাপাশি কুদরত আলী বিভিন্ন শিক্ষা-সামাজিক, সাংস্বৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।
তিনি দীর্ঘদিন ধরে যদুনাথ স্কুল এন্ড কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ভাল কাজের স্বীকৃতি হিসেবে তিনি বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এবং দুইবার জেলা পর্যায়ে পদক অর্জন করেছেন।