নাগরপুরে স্বপন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নাগরপুরে স্বপন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর: টাঙ্গাইলে নাগরপুরে মাদক সেবনে বাধা দেয়ায় অগ্নিবীণা আইডিয়াল কলেজের দপ্তরী সুলতান হোসেন স্বপন হত্যা কান্ডের মূল হোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কবি নজরুল উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন সিংজোড়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অগ্নিবীণা আইডিয়াল কলেজ ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীসহ এলাকাবাসী।

অনুষ্ঠিত কর্মসূচি থেকে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান তারা। এ সময় বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী, বড় ছেলে মো. পলাশ মিয়া, অগ্নিবীণা আইডিয়াল কলেজের সভাপতি মীর মুশফিক হোসেন শৈবাল, দাতা সদস্য দেওয়ান জহিরুল ইসলাম, অধ্যক্ষ শামছুজ্জামান মিরন, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান,৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদত হোসেন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840