প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান হবি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মীর আবুল কালাম আজাদ রতন।
আরো বক্তব্য রাখেন, যুব দলের আহবায়ক ফনির হোসেন ভূইয়া, কৃষকদলের আহবায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব জাহিদ হাসান জাহিদ জাহিদ, উপজেলা ছাত্র দলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন প্রমূখ। এসময় স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গসহোযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।