সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ওয়ারিশ দাবি করায় ৭০ বছর বয়সী অসুস্থ বোনকে মারধরের অভিযোগ এসডিএসের ৮০০ শতাংশ জমি জাল দলিলে দখল নেয়ার অভিযোগমন্ত্রণালয়ের খাজনা নেয়ার নির্দেশনা নিয়ে টাঙ্গাইলে ব্যাপক সমালোচনা! ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সোবহান ও অফিস সহকারী ফরিদের দুর্নীতির অভিযোগ দুদকে (১) কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

নাগরপুরে সড়ক দূর্ঘটনায় নিহতদের আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: গত দুদিনে টাঙ্গাইলের নাগরপুরে পৃথক দুটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার চাষাভাদ্রা গ্রামে নিহতদের বাড়ীতে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের পক্ষে নগদ অর্থ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা দিপিল কুমার সাহা, ভাদ্রা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সেই সাথে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর সমাজিক সুরক্ষা কার্যক্রম ( বিধবা ভাতা ও ভিজিডি ইত্যাদি) এর আওতায় নিয়ে আসার জন্য নাগরপুর উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।

নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, একটি সড়ক দূর্ঘটনা, সারা জীবনের কান্না। আর সেই দূর্ঘটনায় একই পরিবারের ৫ জন মৃত্যু বরন করলে পরিবারের অন্যদের বেঁচে থাকার অবলম্বন বলে কিছুই থাকে না।

নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের ঝর্না বৈদ্য তেমনি এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় স্বামী সন্তান পুত্র বধূ নাতনি ও শাশুড়ি হারিয়ে আজ দিশেহারা। পরে শনিবার সকালের সড়ক দূর্ঘটনায় আহতদের খোজ খবর নিতে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

এ সময় তিনি আরো বলেন, প্রশাসন জনগনের বিপদে আপদে সার্বক্ষনিক পাশে আছে। লাইসেন্সবিহীন গাড়ী চালানো দন্ডনীয় অপরাধ। তাই নিজে সচেতন হন এবং অন্যদের সচেতন করুন, সড়ক দূর্ঘটনা এড়িয়ে চলুন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের একই পরিবারের ৬জন সড়ক দূর্ঘটনায় নিহত হন এবং শনিবার সকালে উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশন এর সামনে অটোরিক্সা ও ট্রলির মুখোমুখি সংর্ঘষে একই গ্রামের অটোরিক্সা চালক সেন্টু নিহত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme