সংবাদ শিরোনাম:
সোসাইটি ফর সোস্যাল সার্ভিস এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভুঁইয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ডিসি অফিসের সরোয়ারের প্রতারণার নতুন ফাঁদ, মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা ভূঞাপুরে সরকারি রাস্তার মাটি কাটার বিষয়ে তদন্তে সার্ভেয়ারের মন্তব্যে এলাকাবাসীর ক্ষোভ ! টাঙ্গাইল মাদকদ্রব্য অধিদপ্তরের ক্যাশিয়ার ফরিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মতবিনিময় টাঙ্গাইল সদর ৫ আসনের এমপি পদপ্রার্থী সাতিলের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ২৫ বছর পর এসডিএস’র টাকা ফেরত পেলো গ্রাহকরা ডিসি অফিসের সরোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে! অর্থ লুটের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা বরখাস্ত নাগরপুরে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা

নাগরপুরে হিজড়াদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৫২১ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে নাগরপুর থানা পুলিশ। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ এর নের্তৃত্বে একটি টিম প্রথম থেকেই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রথম অবস্থায় সদর বাজারের বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার জন্য অস্থায়ী বেসিন স্থাপন করেন। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহারে সকলকে সচেতন করতে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক’সহ বিভিন্ন এলাকায় থানা পুলিশের জনসচেতনতামূলক কাজ পরিচালনা করেন।

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার তৃতীয় লিঙ্গের (হিজড়া) নাগরিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। থানা কমপ্লেক্স ভবন থেকে খাদ্য সামগ্রী বিতরণ কালে ওসি আলম চাঁদ বলেন, করোনা প্রতিরোধ করতে গিয়ে আজ অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এসকল কর্মহীন লোকজনের পাশে সমাজের বিত্তশালী লোকদের এগিয়ে আসতে হবে।

নাগরপুর থানা পুলিশ সমাজের তৃতীয় লিঙ্গের নাগরকিদের পাশে দাড়িয়েছে। তাদের প্রত্যেককে ৭ কেজি চাল, ১ কেজি লবন, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও ২০ পিস ডিম বিতরণ করা হয়।

আগামী কয়েকদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি আরও বলেন, ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোতে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে গোল দাগ দিয়ে ক্রেতাদের দাঁড়ানোর জন্য মার্ক করে দিয়েছি। এছাড়া হাট-বাজারে জনসচেতনতার জন্য মাইকিং অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme