প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ (দক্ষিন)।
১ জুলাই শুক্রবার পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছেন।
টাঙ্গাইল ডিবি পুলিশের (দক্ষিন) অফিসার ইনচার্জ মো: দেলওয়ার হোসেনের দিক নির্দেশনায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাওয়াখোলা এলাকায় এসআই মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে কনস্টেবল মোঃ মফিজুর রহমান, মোঃ কামরুজ্জামান, এবং মোঃ আতাহার আলী মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা।