সংবাদ শিরোনাম:

নারীসহ চারজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৬৫৯ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে করোনাভাইরাস সংক্রমে আক্রান্ত এক নারীসহ আরো চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তিকৃত করোনা পজিটিভ ৭ম, ৮ম ,৯ম ও ১০ম রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তারা হলেন, গোপালপুর উপজেলার হাদিরা পূর্বপাড়া গ্রামের শিউলি (১৮), মির্জাপুর উপজেলার আজগানার তেলিনা গ্রামের হযরত (৪২), মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী ইউনুছ আলী (২৮) ও মির্জাপুর উপজেলার গোড়াই গ্রামের ভাড়াটিয়া ( লালমনিরহাট) সুজন (২৫)।

তৃতীয় ধাপে এনিয়ে টাঙ্গাইলে মোট সুস্থ হলেন দশজন ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মোঃ শফিকুল ইসলাম সজীব জানান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তিকৃত আরো চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইতিপূর্বেও প্রথম ও দ্বিতীয় ধাপে আরো চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এনিয়ে জেলার মোট দশজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme