সংবাদ শিরোনাম:

প্রধানমন্ত্রী সব সময় শ্রমিকদের স্বার্থ দেখেছেন…ধনবাড়ীতে কৃষিমন্ত্রী

  • আপডেট : বুধবার, ১ মে, ২০১৯
  • ৭৬৯ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান মধুপুর : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় শ্রমিকদের স্বার্থ দেখেছেন।

শতাব্দিতে শ্রমিকরা বিভিন্ন জায়গায় বিদ্রোহ করেছে, দাবী-দাওয়া আদায় করেছে। বাংলাদেশের সর্বোচ্চ আয় হয় গার্মেন্টস সেক্টর থেকে।

এই গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা দিন-রাত পরিশ্রম করছে। জরুরী কাজের সময় শ্রমিকরা কারখানায় খায় এবং ঘুমায়।

শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক কর্মসূচী নিয়েছেন।

নূন্যতম বেতন নির্ধারণ করে দিয়েছেন। তবে শ্রমিকদের আরো দায়িত্বশীল হতে হবে।

বুধবার মহান মে দিবস উপলক্ষে ধনবাড়ী উপজেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বাসস্ট্যন্ড চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ধনবাড়ী উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে কৃষিমন্ত্রী আরো বলেন, চাষাবাদের জন্য কৃষি যন্ত্রপাতিতে ভতুর্কি আরো বাড়ানো হবে। যাতে কৃষকরা সহজেই কৃষি যন্ত্রপাতি কিনতে পারে।

গত নির্বাচনে আপনারা আমাদের সাথে ছিলেন। জননেত্রী শেখ হাসিনা ও নৌকার পক্ষে ছিলেন।

এখন যারা নির্বাচিত হয়েছি মেয়র, উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যানদের দায়িত্ব হলো মানুষের সেবা করা।

আপনারা দোয়া করবেন সততা ও নিষ্ঠার সাথে আপনাদের সেবা করতে পারি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন।

এর পূর্বে কৃষিমন্ত্রী মধুপুর উপজেলার সকল শ্রমিক সংগঠনের সাথে র‌্যালীতে অংশ নেয়।
দুপুরে সুলতান খান শোভার সভাপতিত্বে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme