সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি করলেন নবনির্বাচিত ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান

  • আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৩২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলা হয়েছে। এ আইডি থেকে নিয়মিত আমার ছবি ও বিভিন্ন বিষয়ের পোস্ট করা হচ্ছে। বিষয়টি নিয়ে শুক্রবার ধনবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ।

সাধারণ ডায়েরিতে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ উল্লেখ করেন, নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাঁর ছবি ও নাম ব্যবহার করে ‘ আবদুল ওয়াদুদ তালুকদার সবুজ’ নামে ফেসবুক আইডি খোলা হয়। বাস্তবে এই আইডি তাঁর নয়। তাঁর নামে খোলা ভুয়া ফেসবুক আইডি’র মাধ্যমে যেকোনো সময় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়তে পারে। এতে সাধারণ মানুষ ও নিজের কর্মী-সমর্থকদের মধ্যে ভুল-বোঝাবুঝি’র সৃষ্টি হতে পারে। জিডিতে ভুয়া আইডি’র বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।

থানায় জিডি করার বিষয়টি ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুর রহমান নিশ্চিত করে বলেন, তিনি এব্যাপারে থানায় সাধারণ ডাইরী করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ জানিয়েছেন, আবদুল ওয়াদুদ তালুকদার সবুজ নামে আমার ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলেছে। সেই আইডিতে আমার ছবি সহ বিভিন্ন রকম ছবি পোষ্ট করে যাচ্ছে। সেই ভূয়া ফেসবুক আইডি খুলে আমার শুভাকাক্সক্ষীদের বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে থানায় সাধারণ ডায়েরী করেছি।

গত ৮ মে অনুষ্ঠিত ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme