হারুন অর রশিদ: টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক লোককথা পত্রিকার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মরহুম কামরুল হাসান চৌধুরী’র সুযোগ্য ভাতিজা, বিশিষ্ট ঠিকাদার মো. বদরুল হাসান চৌধুরী ও দৈনিক লোককথা পত্রিকার সম্পাদক আবিদা সুলতানার কনিষ্ট পুত্র “মো. ফারশাদ হাসান চৌধুরী (বর্ষণ)” ২০১৯ সালে ঢাকা বোর্ডের প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় টাঙ্গাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে (জিপি-এ ৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন)।
এছাড়াও সে বাংলাদেশের একটি স্বনামধন্য বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের ভর্তি পরীক্ষায় ১৬তম স্থান অধিকার করে শিক্ষার সুযোগ পেয়ে তার নিজ মেধা ও জ্ঞানের বিকাশ ঘটিয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে বিপুল সমর্থন ও ভোটে জয় লাভ করেন।
এই ফলাফলের বিষয়ে সাংবাদিকগণ তার ভবিষ্যৎ উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, সে একজন সু-চিকিৎসক হয়ে জনসেবায় আত্মনিয়োগ করে দেশ ও জাতীর পাশে দাঁড়াতে চায়। বর্ষণের গর্বিত পিতা-মাতা জানায় আমাদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটিয়েছে বর্ষণ। আমরা বলবো এটা তারই পরিশ্রমের ফসল। তার এই ফলাফলে আমরা সন্তুষ্ট। মহান আল্লাহ্র নিকট এই দোয়া করি সে যেন এই প্রতিভাকে ধরে রাখতে পারে। আপনারাও ওর জন্য দোয়া করবেন।