সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

বাবার মৃত‌্যুবার্ষিকী পালন না করে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন সন্তানেরা

  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরের অঙ্গশ্রী জুয়েলার্সের প্রতিষ্ঠাতা গিরীশচন্দ্র কর্মকার করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় বাৎসরিক মৃত‌্যুবার্ষিকী অনুষ্ঠান না করে সেই টাকায় অক্সিজেন সিলিন্ডার কিনে হাসপাতালে উপহার দিয়েছেন তার সন্তানরা।

বৃহস্পতিবার দুপুরে তার প্রথম মৃত‌্যুবার্ষিকীর দিন সখীপুর স্বাস্থ‌্যকমপ্লেক্সে করোনান রোগীদের জন‌্য তিনটা অক্সিজেন সিলিন্ডার উপহার দেয় তার পরিবারের সদস‌্যরা।

অক্সিজেন সিলিন্ডার বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, ডা. মুহাম্মদ আব্দুস সোবহান, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সরকার, গিরীশচন্দ্রের সহধর্মিণী পারুল বালা প্রমুখ।

তার পারিবারিক সূত্রে জানা যায়, সখীপুর পৌরসভার অঙ্গশ্রী জুয়েলার্সের প্রতিষ্ঠাতা গিরীশচন্দ্র কর্মকার গত বছরের ৫ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এ বছর তার বাৎসরিক মৃত‌্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক সিদ্ধান্ত নিতে মতামত চাওয়া হচ্ছে পরিবারের সবার কাছে। পরে মৃত গিরীশ চন্দ্রের বড় ছেলে স্বপনচন্দ্র প্রস্তাব করেন, অনুষ্ঠান না করে সেই টাকায় করোনা রোগীদের জন্য কিছু করা যায় কিনা না। পরে পরিবারের সম্মতিতে সখীপুর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার কিনে দেওয়ার সিদ্ধান্ত হয়।

মৃত গিরীশ চন্দ্র কর্মকারের বড় ছেলে স্বপন চন্দ্র কর্মকার বলেন, প্রথা অনুযায়ী গত বছর মৃত্যুর পর বাবার শ্রাদ্ধানুষ্ঠানে লোকজন খাওয়ানোর আয়োজন না করে সেই খরচের টাকা সখীপুর কেন্দ্রীয় মন্দির ও শ্মশানের উন্নয়নের জন্য দান করা হয়েছে। এ বছর বাবার মৃত্যুবার্ষিকী পালন না করে সেই টাকায় করোনা রোগীদের জন্য অক্সিজেন দিতে পেরে আমরা শান্তি পাচ্ছি। এখান থেকে যদি কিছু মানুষও সেবা পায়, তাহলে আমার বাবার পরলোকগত আত্মা শান্তি পাবে বলে আমাদের পরিবারের সকলের বিশ্বাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী জানান, করোনায় বাবার মৃত্যু থেকে শিক্ষা নিয়ে এই ক্রান্তিলগ্নে এমন মানবিক সহযোগিতাকে আমি সব সময় স্বাগত জানাই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme