প্রতিদিন প্রতিবেদক বাসাইল: বাসাইলে চার শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়ন বিএনপি এ শীতবস্ত্র বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহিন।
ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান কামরুল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক খন্দকার আনিসুর রহমান, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম- আহবায়ক মাহমুদ হাসান খান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক রুহুল আমীন ভূইয়া, বিএনপি নেতা মামুন মোর্শেদ ভূইয়া, যুব নেতা মামুন খান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।