সংবাদ শিরোনাম:
শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টুর্নামেন্টের ফাইনালে আমেনা স্পোর্টস বিজয়ী নিরাপদ সড়কের দাবীতে শহরের বেড়াডোমা এলাকায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের তিনটি মামলায় ১৫ দিনের রিমান্ড হাজারো কৃষকের স্বপ্ন মাটির সাথে মিশে গেলো ডিস লাইনের কর্মচারী থেকে ১০০শ’ কোটি টাকার মালিক বাসাইলে সালিশি বৈঠকে হামলা, আহত ৪ চাকরি জাতীয়করণের একদফা দাবিতে নকল নবিশদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সখিপুরে বনের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে দুইদিন ব্যাপী তথ্যমেলার উদ্বোধন ঘাটাইলে ৯ দফা দাবিতে গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ
বাসাইলে নদী রক্ষা বাঁধ ও সেতু ভেঙ্গে ৫০ টি গ্রাম প্লাবিত

বাসাইলে নদী রক্ষা বাঁধ ও সেতু ভেঙ্গে ৫০ টি গ্রাম প্লাবিত

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় বেড়েই চলছে বন্যার পানির তিব্রতা। যে কারণে নদী সংলগ্ন বাড়ী ভাঙ্গার সাথে সাথে ছোট-বড় চলাচলের একাধিক রাস্তা ইতিমধ্যে ভেঙ্গে পরেছে। হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন।

আতংকে রয়েছে সদর উপজেলাবাসী।বেশ কয়েকটি উপজেলার নিম্নঞ্চলগুলোর ঘর-বাড়ী ডুবে গেছে।বন্যা কবলিত এলাকার মানুষ অন্যাত্র আশ্রয় নিয়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট।

বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের কামুটিয়া এলাকায় পানির উর্ধ্বগতি ও প্রচন্ত চাপে নদী রক্ষা বাঁধ ভেঙ্গে চারটি ইউনিয়নের ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে।

একই সাথে বাসাইল-কাঞ্চনপুর সড়কের ছনকাপাড়া এলাকায় সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসাইল ও মির্জাপুর উপজেলার প্রায় ৩০টি গ্রামের মানুষ।

বৃহস্পতিবার বিকালে বন্যার পানির স্রোতে সেতু ও নদীর বাঁধ ভেঙে যায়।

স্থানীয়রা জানান, বুধবার বিকাল থেকে বাসাইল-নাটিয়াপাড়া সড়কের বিভিন্ন স্থান ডুবে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে বাসাইল-কাঞ্চনপুর সড়কের ছনকাপাড়ার সেতুটির নিচ দিয়ে পানির স্রোতের তীব্রতা বেড়ে যায়। একপর্যায়ে বৃহস্পতিবার বিকালে সেতুটি হঠাৎ করে ভেঙে বিলিন হয়ে যায়।

সেতুটি ভেঙে পড়ায় বাসাইল ও মির্জাপুর উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া, ছনকাপাড়া, কাজিরাপাড়া, কোদালিয়াপাড়া, ফতেপুর, পাটদীঘিসহ প্রায় ৩০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এদিকে ঐ দিনই কাশিল ইউনিয়নের কামুটিয় ও দেউলীর মাঝামাঝি এলাকার নদীরক্ষা বাঁধটি ভেঙ্গে ফুলকি, কাশিল ও কাউলজানি ইউনিয়নের বিস্তৃত এলাকা প্লাবিত হয়ে পানি বন্ধি হয়ে পড়ে আরো প্রায় ২০টি গ্রামের মানুষ।

বাসাইলের উপসহকারী প্রকৌশলী সাজেদুল আলম জানান, ১৯৯২-৯৩ সালে ‘কেয়ার বাংলাদেশ’- এর আওতায় সাড়ে ১১ মিটার সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল। এ কারণে পানির স্রোতে ভেঙে পড়েছে।

বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামছুন নাহার স্বপ্না জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ইতিমধ্যেই নতুন করে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে।

বন্যার পানি ঢুকে সেতুটি ভেঙে যাওয়ায় এ সড়ক দিয়ে বিকল্প ব্যবস্থায় জনসাধারণের চলাচলের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

আরো খবর পড়ুন ভূঞাপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর ফলে নতুন করে যমুনা চরাঞ্চলসহ তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। ইতিমধ্যে শত শত হেক্টর জমির ফসল পানির নিচে  তলিয়ে গেছে।

উপজেলার অর্জুনা, গাবসারা, গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের যমুনা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু হয়েছে। বেশ কিছু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার।

এছাড়া  উপজেলার গোবিন্দাসী, গাবসারা, ভালকুটিয়া, কষ্টাপাড়া, ও খানুরবাড়ি এলাকায় নতুন করে দেখা দিয়েছে ভাঙন। দ্বিতীয় দফায় ভাঙন শুরু হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ।

ভাঙন কবলিত এবং পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন শুরু করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) অাসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। এছাড়াও উপজেলা প্রশাসন ও পানিবন্দি এলাকার নিজ নিজ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে।

এবিষয়ে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, ইতিমধ্যে বন্যা কবলিতদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী ও সহযোগীতা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বন্যা কবলিত বানিবন্দি মানুষের মধ্যে সরকারের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রীসহ শিশু খাদ্য বিতরন করা হবে।

ভাঙন কবলিত লোকজন জানান, গত কয়েক বছর ধরে যমুনার পূর্বপাড়ে ভাঙন শুরু হয়েছে। শতশত একর ফসলি জমি, হাট-বাজার, মসজিদ-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও হাজার হাজার ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এখনো বর্ষা অাসলেই শুরু হয় তীব্র ভাঙন। এবছর বর্ষার প্রথম থেকেই শুরু হয়েছে ভাঙন দ্বিতীয় দফায় পানি বৃদ্ধি শুরু হওয়ায় নদী ভাঙন তীব্র অাকার ধারন করেছে।

আমরা সরকারের কাছে কোন প্রকার ত্রাণ চাইনা। যমুনার পূর্বপাড়ে স্থায়ী বাঁধ চাই। প্রতি বছর ভাঙন শুরু হলে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় নেতা-কর্মীরা যমুনা পূর্বপাড়ে একটি স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে যান।

কিন্তু বর্ষা চলে গেলে আমরা সেটির আর কোন কার্যকর পদক্ষেপ দেখতে পাইনা। এখন পর্যন্তও ভাঙন প্রতিরোধে কোন উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড।

এরআগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের যমুনা নদীর পাড়ে যাত্রী ছাউনীর একাংশ ফাটল ধরে নদী গর্ভে বিলীন হওয়ার পথে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। এই নদী পথে পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলা ও নদীর ভিতরে শতাধিক চরের প্রায় লক্ষাধিক মানুষ নৌকা দিয়ে গোবিন্দাসী ঘাট হয়ে বাজারে চলাচল করে।

এই লক্ষাধিক মানুষের নৌকার অপেক্ষারত ও বিশ্রাম করার জন্য স্থানীয় সরকার (এলজিইডি) একটি যাত্রী ছাউনি তৈরি করে। যা সত্যিকার অর্থে নৌপথে চলাচল করা যাত্রীদের জন্য বেশ আরামদায়ক হয়।

বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির সময় ও অতি রোদে গরমে যাত্রী ছাউনিটি সকল যাত্রীদের উপকার হয়।যাত্রী ছাউনির একটি দেয়াল ব্যবহার করে স্থানীয় সামাজিক সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপ গরীব অসহায়দের জন্য একটি মানবতার দেয়াল স্থাপন করে। যেখানে যাত্রীরা অসহায় যাত্রীরা পছন্দমত কাপড় সংগ্রহ ও বিশ্রাম করতে পারে।

ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষ পড়ুয়া সজীব হোসাইন জানান, গতবছর এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে তার পরীক্ষার যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ বৃষ্টি শুরু হলে দৌড়ে নৌকা থেকে নেমে যাত্রী ছাউনিতে আশ্রয় নেন। যেটি না থাকলে সেদিন তার জামা-কাপড়সহ পরীক্ষার প্রবেশপত্র ভিজে যেত।

হাসপাতাল থেকে ফেরত আসা প্রচন্ড রোদে নৌকার জন্য অপেক্ষারত জুঙ্গিপারা চরের সালেহা বেগম যাত্রী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন। যেখানে এই যাত্রী ছাউনী না থাকলে তাকে আবারও অসুস্থ হয়ে পড়তে হতো। 

রাজাপুর চরের বাদাম চাষী জুলু চাকদার গোবিন্দাসী হাটে বিক্রির জন্য নৌকা দিয়ে ক্ষেতের বাদাম ঘাটে আনেন। হঠাৎ বৃষ্টিতে ও যানবাহন না পেয়ে বাদাম নিয়ে খুব ভোগান্তিতে পড়েন। পরে যাত্রী ছাউনিতে বাদামগুলো ঠিকভাবে সংরক্ষণ করতে পেরে তিনি তার ফসল হারানো থেকে রক্ষা পান।

বিশেষ করে ঐতিহ্যবাহী গোবিন্দাসী সাপ্তাহিক দুইদিন হাট থাকার কারণে হাট চলাকালীন দিনগুলোতে হাজার হাজার মানুষের যাতায়াত থাকে এই যাত্রী ছাউনী ঘাট দিয়ে।

যাত্রী ছাউনিটি যেমনটি মানুষের উপকারের জন্য স্থাপিত হয়েছিল তেমনি ভাবে নদীর পাড় ভাঙন ও যাত্রী ছাউনি রক্ষণাবেক্ষণের অবহেলায় এখন সেটি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। আর গভীর রাতে মাদকাসক্তদের আড্ডাখানা হয়ে উঠে।

যাত্রী ছাউনির নদীর পাড়ের অংশ ভেঙে পড়ায় দিনদিন এটি নদীর দিকে হেলে যাচ্ছে। রক্ষণাবেক্ষণের অভাবে এখন সেটি ফাটল ধরে একটি অংশ নদীগর্ভে বিলীন হওয়ার পথে।

গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু টাঙ্গাইল প্রতিদিন কে জানান, আজ ৮জুলাই (বুধবার) যাত্রী ছাউনির ফাটলের ব্যাপারটি আমাকে জানানো হলো। কাজের ব্যস্ততায় আমি দূরে অবস্থান করছি। আগামীকালের মধ্যে আমি এটি সংস্কার কাজ সম্পন্ন করার চেষ্টা করব।

উপজেলা প্রকৌশলী আলী আকবর জানান, ইউএনও স্যার আমাকে বিষয়টি অবগত করেন। আমি প্রতিনিধিদল পাঠিয়ে সমস্যা চিহ্নিত করে দ্রুত সংস্কার ও মেরামতের জন্য উদ্যোগ গ্রহণ করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন পারভিন যাত্রী ছাউনী সংস্কার প্রসঙ্গে জানান, গোবিন্দাসী যাত্রী ছাউনির ফাটলের বিষয়টি ব্যাপারে আমি অবগত হয়েছি। আমি এলজিইডি কে বিষয়টি দ্রুত সংস্কার ও মেরামত করার জন্য নির্দেশ প্রদান করেছি।

আরোখবর কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভূঞাপুর বন্যার চরম অবনতি সৃষ্টি হয়েছে। এতে উপজেলার বেশক’টি ইউনিয়নের সহস্রাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শনে জানা যায়, ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অধিকাংশ ঘরবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় বানের পানিতে ডুবে গেছে।

এতে চরম বিপাকে পড়েছেন বানবাসী মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।

বন্যার পানিতে গৃহবন্দি হয়ে পড়ায় আয়-রোজগার করতে পারছেন না তারা। এতে না খেয়ে থাকার উপক্রম দেখা দিয়েছে। এছাড়া গ্রামীন সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় অধিকাংশ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের বাবুল মিয়া ও কষ্টাপাড়া গ্রামের উজ্জ্বল হোসেন জানান, বন্যার পানিতে পরিবারের সবাইকে নিয়ে ঘরবন্দি রয়েছি। ফলে আমাদের আয়-উপার্জন বন্ধ রয়েছে। এ অবস্থা চলতে থাকলে সবাইকে নিয়ে অনাহারে থাকতে হবে।

গাবসারা ইউনিয়নের পুংলি গ্রামের মাহবুব আলম সোহাগ জানান, প্রতিবছর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এমনিতেই আমাদের গ্রামের রাস্তা পানিতে তলিয়ে যায়। এ বছর পানি শুধু গ্রামের রাস্তায় নয়, মানুষের ঘরবাড়িতে ঢুকে পড়েছে।

এতে আমাদের গ্রামের অধিকাংশ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। এ জন্য রাস্তায় মাটি ভরাটের পাশাপাশি পানিবন্দি পরিবারগুলোকে ত্রাণসামগ্রী দিতে ইউনিয়ন ও উপজেলার জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীন জানান, যারা পানিবন্দি রয়েছেন, তাদেরকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে। বন্যার সকল খবরাখবর জানাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত পরিবারগুলোকে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ উপকরণ প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়াও ভূঞাপুর যমুনা নদীর গর্ভে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে উপজেলার বিস্তীর্ন জনপদ। একমাত্র সম্বল ভিটে মাটি ও ফসলী জমি হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়ে পড়েছে শতশত পরিবার।

সবকিছু হারিয়ে অনেকেই এখন বেছে নিয়েছেন যাযাবর জীবন। অনিয়মতান্ত্রিক ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর ভাঙ্গন তীব্র রূপ ধারণ করেছে। গত কয়েক দিনের উজান থেকে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে।

নদীপাড়ের ভাঙ্গনের কবলে প্রায় অর্ধশতাধিক পরিবার ভিটেমাটি হারানোর আতঙ্কে কাটছে তাদের দিন রাত। ভাঙ্গনে অনেকেই অন্যত্র পাড়ি জমিয়েছে। বিগত কয়েক বছরের ভাঙ্গনে এ পর্যন্ত ঘর-বাড়িসহ শতাধিক একর ফসলি জমি বিলীন হয়ে গেছে।

বালু উত্তোলনের কারনে ভাঙ্গছে নদী, পুড়ছে কপাল, কাঁদছে হাজারো মানুষ। আর কপাল খুলে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন সুবিধাবাদী ও স্বার্থান্বেষী মহল অনিয়মান্ত্রিক ভাবে যত্রতত্র ভাবে বালু উত্তোলন প্রসঙ্গে নদী শাসন বিষেষজ্ঞরা জানান নদীর যে স্থানে ভাঙ্গন তীব্ররূপ ধারণ করছে সেই স্থান থেকে বালু উত্তোলন করলে নদীর গভীরতা আরও বৃদ্ধি পেয়ে আশপাশের এলাকাও ভাঙ্গন’র কবলে পতিত হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, যমুনা নদীটি গোবিন্দাসী থেকে ৪-৫ কি.মি. দূরে ছিল। দীর্ঘ দিন নদী ভাঙ্গনের ফলে ঘর-বাড়ি, ফসলি জমি নদীতে বিলিন হয়ে যাওয়ায় সর্বশান্ত হচ্ছে ভাঙ্গন কবলিত এলাকার মানুষ। নদী হতে অত্যাধুনিক ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ফলে এই ভাঙ্গন সৃষ্টি হয়েছে।

গত কয়েক দিনের ভাঙ্গন আতংকে আছে বেশ কয়েকটি মসজিদ,কয়েকটি প্রাথমিক বিদ্যালয় , উচ্চ বিদ্যালয় , মন্দির সহ শত শত পাকা-আধা পাকা ঘর-বাড়ি। ভাঙনের কারনে বসত ঘর, ভিটামাটি ও ফসলি জমি সহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়ে পড়েছে শত শত পরিবার।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা  ভাঙ্গন রোধে বাধ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে রুপ নিচ্ছে না। সরকারি ভাবেও নেওয়া হচ্ছে না কোন ব্যবস্থা।

এখনো দেখা মেলেনি কোন জনপ্রতিনিধিদের। নেওয়া হচ্ছে না ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা।

স্থানীয়রা জানায়, তাদের এলাকায় কোন প্রভাবশালী কোন জনপ্রতিনিধি না থাকায় এমন দুর্ভোগে থাকতে হচ্ছে তাদের। মূলত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের দায়িত্বহীনতার কারনেই নদীতে বিলিন হওয়ার শংকায় এই বাড়ি ঘর।

নদী ভাঙ্গন কবলিত এলাকাবাসীর দাবি, অতি দ্রুত নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভাঙন কবলিত নদীপাড়ের মানুষেরা।

উল্লেখ্য, গত বন্যায় খানুরবাড়ি অংশে কিছু জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে লাগেনি। এ বছরও কিছু জিও ব্যাগ ফেলা হচ্ছে যা প্রয়োজনের তুলনায় খুবই নগন্ন।

বালু দস্যুদের কারনে ইতিমধ্যে যমুনা নদীর তীরবর্তী উপজেলার কষ্টাপাড়া , খানুরবাড়ী, ভালকুটিয়া ,চর কোনাবাড়ি, চিতুলিয়াপাড়া, পলশিয়া গ্রামের কয়েক শত একর ফসলি জমি,অসংখ্য বসতবাড়ি, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দির সহ বিভিন্ন প্রতিষ্ঠান নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার পথে।

উল্লেখিত গ্রামগুলো মানচিত্রে থাকলেও নদী গ্রাস করে ফেলায় গ্রাম গুলো বাস্তবে নেই। চলতি বর্ষা মৌসুমে বিশেষ করে প্রলয়ংকরী ঘুর্ণিঝড় আম্ফানের কারনে নদীর পানি বৃদ্ধি ও জলোচ্ছ্বাসের কারনে পূনরায় নতুন করে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।

এছাড়া নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ডা: কুলুমিদা, এরবাড়ি যেকোন সময় নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

এদিকে  পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ ও নির্বাহী প্রকৌশলী উজ্জ্ল গোবিন্দাসী  গ্রামের ফেরীঘাট সংলগ্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শণ করেন।

টাঙ্গাইল -২ আসনের স্হানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির জানান, নদীর ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, ভাঙ্গনের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অনুমতি পেলে কাজ শুরু।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840