প্রতিদিন প্রতিবেদক: রোটারী ক্লাব অব মুক্ত স্বদেশ ও এম এফ খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বাসাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী উপজেলার ফুলকী ইউনিয়নের ঝনঝনীয়া গ্রামের জায়েদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
এসময় দাতের চিকিৎসক ডা. এনায়েত উল্লাহ সাদ ও মুসরাত তাসনিম স্বর্ণা, ডা. মা ও শিশু চিকিৎসক ডা. নাফিজ রহমান পূর্ণা, ডায়াবেটিস চিকিৎসক আয়শা সিদ্দিকা ইসলাম ও ডা. ইয়ামিমা তাসনিম কথা উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, মা ও শিশু, ডায়াবেটিস ও দাতের চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক রোগীর চিকিৎসা সেবা ও তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।