প্রতিদিন প্রতিবেদক বাসাইল : বাসাইলে ফুটবল খেলার সময় বজ্র্রপাতে আশরাফ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আশরাফ উপজেলার নাইকানীবাড়ী গ্রামের আরফান আলীর ছেলে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতের মামী মল্লিকা আক্তার জানান, দুপুরে বাড়ির পাশে কয়েকজনে ফুটবল খেলছিল। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়।
পরে তারা দৌড়ে বাড়ী ফেরার পথে বজ্রপাত তাদের উপর পরে। এতে দুইজন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফকে মৃত ঘোষণা করে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়েছে।আহত নাছির (১৫) নামের এক কিশোরকে হাসপাতালে ভর্তি রয়েছে।