প্রতিদিন প্রতিবেদক : বাসাইল উপজেলার মার্থা লিন্ডস্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার দাপনাজোর স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. আহসান এইচ মনসুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,
টাঙ্গাইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তাহরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার জাহিদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা বিশ্বজিৎ নন্দী, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক,
মার্থা লিন্ডস্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানছুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের আজীবন দাতা সদস্য আবুল কালাম মোস্তফা লাবু।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী খান। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।