প্রতিদিন প্রতিবেদক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে মিছিল করেছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।
বরিবার ১২ জুন বেলা ১১ টায় বিক্ষোভ মিছিলটি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে টাঙ্গাইলের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল পৌর উদ্দ্যান গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ মিছিলে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তব্যে শিক্ষার্থীরা সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ সা. ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রাযি. কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।অবমাননাকর এ বক্তব্যের অভিযোগে বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। আিই