প্রতিদিন প্রতিবেদক: ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইলের মির্জাপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক গোড়াই শাখার উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এ শাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের, ব্যাংকের উপদেষ্টা শহীদ হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোড়াই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আদিল খানসহ আরো অনেকেই।