সংবাদ শিরোনাম:
গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০ বিএনপি’তে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না: স্বপন ফকির
বেপরোয়া তোফার ভয়ে ঘুম হারাম হুগড়া ইউনিয়নের অনেকের

বেপরোয়া তোফার ভয়ে ঘুম হারাম হুগড়া ইউনিয়নের অনেকের

প্রতিদিন প্রতিবেদক : আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা বেপরোয়া হয়ে উঠেছে।

তার কথা মতো না চললে, তার নির্বাচন বা তাকে সমর্থন না করলে ইউনিয়নবাসীকে মারধর ও মিথ্যা মামলা দিয়ে নানা ভাবে হয়রানি তিনি।দলীয় ক্ষমতার অপব্যবহার করে উৎশৃঙ্খল যুবকদের নিয়ে একটি বাহিনী তৈরী করেছেন।

দলীয় প্রভাবে এসব যুবকদের দিয়ে চেয়ারম্যান তোফা তার সকল অপরামূলক কার্যক্রম পরিচালনা করছেন। এ নিয়ে প্রতিবাদ করলে তাকে মারধর, এলাকা থেকে বিতারিত ও মামলা সহ নানা প্রকার হুমকি দেওয়ার একাধিক অভিযোগও রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।

তার কথার অবাধ্য হলেই কেউ রেহাই পাচ্ছে না। ইতি মধ্যে মারধর, মানহানির কারনে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খানের বিরুদ্ধে আদালতে পৃথক তিনটি মামলা হয়েছে। সরেজমিন ওই ইউনিয়নে গেলে চর হুগড়া গ্রামের হিরু চাকলাদার কান্না জড়িত কণ্ঠে জানান, দুই ছেলে সিরাজগঞ্জে চাকুরী করে।

তিনি ও স্ত্রী সাহেরা বেগম দুজনের বাড়িতেই থাকেন। কৃষি কাজ করে কোন রকম সংসার চালান তিনি। তবে চেয়ারম্যান তোফার অতিষ্টে শান্তিতে বসবাস করতে পারছেন না। চেয়ারম্যান ও তার লোকজনের ভয়ে রাতে ঘরের এক দরজায় বাইরে থেকে তালা দিয়ে অন্য দরজা দিয়ে ভিতরে গিয়ে ঘুমাতে হয় তারেদ।

সব সময় আতঙ্কের মধ্যে দিন কাটছে হিরুর। মোটরসাইকেলের শব্দ শুনতে পেলেই দৌড়ে পালাতে হয় বাড়ি থেকে। তিনি বলেন, হুগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খানে সাথে সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলম দুলালের রাজনৈতিক দ্বন্দ রয়েছে।

কিন্তু তার প্রতিহিংসা হিসেবে বর্তমান চেয়ারম্যান আমাদের সাথে খুব খারাপ আচরণ করেন। আমরা সমাজে শান্তিতে বসবাস করতে চাই।’ শুধু হিরু চাকলাদার নয়, হিরু চালকদারের মতো হুগড়া ইউনিয়নের অনেকেই তোফার ভয়ে আতঙ্কে রাতদিন পার করছে।

গত ৪ নভেম্বর চর হুগড়া গ্রামের সাইফুল ইসলাম পাশ্ববর্তী বেগুনটাল বাজারে ধানের বীজ ও কাপড় কিনতে গেলে তোফা তার লোকজন তাকে (সাইফুলকে) তুলে নিয়ে বেগুনটাল বাজারের একটি মার্কেটের দ্বিতীয় তলায় চেয়ারম্যানের টর্চার সেল নামে পরিচিত একটি ক্লাবে নিয়ে গিয়ে বেধরক মারধর করে এবং সাইফুলের পা ভেঙ্গে দেওয়া হয়।

কয়েক দিন চিকিৎসার পর তিনি গত ৯ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন। চর হুগড়া গ্রামের সাইফুল ইসলাম জানান, তোফার কথা মতো না চলায় তার সাথে আমার বিরোধ সৃষ্টি হয়।

যে কারনে তিনি লোকজন নিয়ে আমাকে প্রায় চার ঘন্টা ক্লাবে আটকিয়ে বেধরক মারধর করে আমার ডান পা ভেঙ্গে দেয়। এ বিষয়ে মামলা দায়ের করলে মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে। সাইফুলের মেয়ে মমতা বেগম জানান, ‘আমার বাবার অবস্থা ভাল নয়। মাঝে মধ্যে সম্পূর্ণ শরীর ফুলে উঠে।

তোফা চেয়ারম্যান আমার বাবাকে বেধরক মারধর করেছে। আমরা তোফা চেয়ারম্যানের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

’হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান জানান, তিনি কাউকে হুমকি বা ভয়ভীতি দেখাননি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষরা তার বিরুদ্ধে এ ধরনের সমালোচনা শুরু করেছেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840