প্রতিদিন প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষ্যে করোনাভাইরাস ও সাধারণ ছুৃটিতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) টাঙ্গাইল পৌর এলাকার পশ্চিম বেড়াবুচনা ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সালাউদ্দিন হায়দারের নিজস্ব অর্থায়নে প্রায় শতাধিক অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীতে চাল, ডাল, আলু দেয়া হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ্ব সালাউদ্দিন হায়দার, জাতীয় ছাত্র সমাজের কেন্দীয় কমিটির সহ-সভাপতি মোঃ মোমিনুল ইসলাম মমিন, স্থানীয় সুমন সরকার , রাফিক মিয়া, মঞ্জুর মোঃ হৃদয় মিয়াসহ অন্যান্যরা।
এ ব্যাপারে সাবেক কাউন্সিলর আলহাজ্ব সালাউদ্দিন হায়দার বলেন, এ পর্যন্ত ১১ নং ওয়ার্ডে আমার ব্যাক্তিগত উদ্যেগে প্রায় ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।