ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে পার্ক বাজারে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত
সোহেল রানা: গনআন্দোলন ও গনমানুষের রাজনীতির প্রানপুরুষ স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান চাদঁবাজার (পার্কবাজার) দোকান-মালিক ব্যবসায়ীদের দোয়া মাহ্ফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মেজর জেনারেল মাহ্মুদুল হাসান চাদঁবাজ রে (পার্কবাজার) দোকান-মালিক ব্যবসায়ীদের আয়োজনে দোয়া মাহ্ফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহ্ফিল ও গনভোজে দোকান-মালিক ব্যবসায়ী মো.বাবুল মিয়ার সভাপতিত্বে আমীর হামজা রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তারেকুল ইসলাম ঝলক, সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ হাবীবুল আলম শাতিল ও সরকারি এম এম আলি কলেজের সাবেক ভিপি ও সাবেক জেলা ছাত্রদলের সাদারন সম্পাদক নরুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন দোকান-মালিক ব্যবসায়ী মমিন প্রামানিক, শরীফুল ইসলাম শোভা, জয় সাহা, উজ্জল পাল, সোহেল সরকার, মো.শাহজাদা, নুরুল ইসলাম, রায়হান মিয়া, ফজলুল হক, হাবু মিয়া, মজনু মিয়া, রাব্বি, আঃ ব্দুল কালাম, এম এ করিম, মানিক মিয়াসহ পার্কবাজার দোকান-মালিক ব্যবসায়ীরা।
শুরুতেই কোরআন তেলোয়াত করেন আমীর হামজা রুবেল ও দোয়া পরিচালনা করেন পাড়দিঘুলীয়া জামে মসজিদের ইমাম মাওলানা নাছির উদ্দিন। দোয়া শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।