প্রতিদিন প্রতিবেদক : মুজিব বর্ষ উপলক্ষে আগামী ২৩ জানুয়ারী টাঙ্গাইলের ভুমিহীন ও গৃহহীনদের মাঝে কবুলিয়তসহ গৃহের কাগজপত্র হস্তান্তর করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ডক্টর মো: আতাউল গণি জানান, আগামী ২৩ জানুয়ারী সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের টাঙ্গাইলের ভুমিহীন ও গৃহহীনদের মাঝে কবুলিয়তসহ গৃহের কাগজপত্র হস্তান্তর করবেন। এ বিষয়ে যাবতীয় প্রস্ততি সম্পন্ন হয়েছে। বাসগৃহ নির্মান কাজও ইতিমধ্যে শেষ হয়েছে। টাঙ্গাইল জেলায় মোট ১ হাজার ১৭৪টি পরিবারকে এ ঘর হস্তান্তর করা হবে। এরমধ্যে আগামী ২৩ জানুয়ারী প্রথম কিস্তিতে ধনবাড়ী উপজেলায় ২৪টি, মধুপুর উপজেলায় ২২টি, গোপালপুর উপজেলায় ৬৮টি, ভূঞাপুর উপজেলায় ৮২টি, ঘাটাইল উপজেলায় ১১২টি, কালিহাতী উপজেলায় ৩৫টি, টাঙ্গাইল সদরে ১৫০টি, নাগরপুর উপজেলায় ১৬টি, দেলদুয়ার উপজেলায় ২০টি, বাসাইল উপজেলায় ৯টি, মির্জাপুর উপজেলায় ৫০টি এবং সখীপুর উপজেলায় ১৯টি মোট ৬০৭টি ঘর দেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আমিনুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।