খায়রুল খন্দকার ভূঞাপুর : ভূঞাপুর উপজেলার লোকমান ফকির মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর ) সকালে কলেজের অধ্যক্ষ মো. হাছান আলীম সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাসরিন পারভীন, কলেজের ডিজি প্রতিনিধি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ভোলা ,
ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, সাবেক গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, যুবলীগ, আওয়ামী লীগ নেতা কর্মী এবং বিভিন্ন গনমাধ্যমের সংবাদ কর্মী ।
উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজ প্রশাসন।