অভিজিৎ ঘোষ ভূঞাপুর : ভূঞাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে শোকর্যালী, গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার উপজেলার ফলদা এস.এন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচী পালন করা হয়। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও গণহত্যার স্মৃতিচারণ করেন।
এতে উপস্থিত ছিলেন ফলদা এস.এন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ দত্ত, সহকারি প্রধান শিক্ষক নুরুল আলম, স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ময়েন উদ্দিন, সাংবাদিক অভিজিৎ ঘোষসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী।