সংবাদ শিরোনাম:

ভূঞাপুরে ছোট মনির এমপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ভূঞাপুরে শীতের প্রকোপের কষ্ট লাঘবে অসহায়-হতদরিদ্রদের মাঝে ৭ হাজার কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

রবিবার ২২ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত ভূঞাপুর উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৭ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণকালে এমপি বলেন, শীতের প্রকোপে অনেক অসহায়-হতদরিদ্র পরিবারের লোকজন কষ্ট করে থাকেন। তাদের কষ্ট লাঘবে ভূঞাপুর উপজেলায় ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে ৭ হাজার কম্বল বিতরণ করেছি। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, সাবেক জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শাপলা, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিঞা প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme