সংবাদ শিরোনাম:

ভূঞাপুরে প্রতিবন্ধী দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮৫ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর : “প্রতিবন্ধীদের অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশ, ২০৩০ উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্তিকরণ এবং অভিগম্য আগামীর পথ” এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূঞাপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে এসে শেষ করে। সেখানে সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার,

প্রেসক্লাব সম্পাদক আব্দুর রাজ্জাক, পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, কৃষকলীগ নেতা হযরত আলী ।

এছাড়া বিভিন্ন অটিজম ও প্রতিবন্ধি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme