খায়রুল খন্দকার ভূঞাপুর : ভূঞাপুরে মজনু সেখ (৩৫) নামের এক টাইলস শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত মজনু সেখ বামনহাটা গ্রামের জাবেদ আলী শেখের ছেলে।
ভূঞাপুর থানার উপ পরিদর্শক (এসআই) আবু হানিফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মজনু সেখ দুপুরের দিকে উপজেলা শহীদ জিয়া মহিলা কলেজ সংলগ্ন একটি বাসার তিন তলার দেয়ালে টাইলসের কাজ করছিলেন। টাইলস লাগানোর জন্য যে মাচা তৈরি করা হয়েছিলো সে মাচা ছিঁড়ে তিন তলা থেকে নিচে পড়ে যান, আশেপাশে লোকজন মজনু মিয়া কে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।