খায়রুল খন্দকার ভূঞাপুর : ভূঞাপুরে নতুন করে মা-ছেলেসহ আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ জনে।
আক্রন্তরা হলেন, পৌরসভার এলাকার ফসলান্দি গ্রামের মা ছালেহা বেগম (৬০) ও তার ছেলে ছানোয়ার (২৬) , অন্য আরেক জন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়ড়া গ্রামের শ্যামলের স্ত্রী নীলিমা রানি (২৮) ।
সোমবার (২৯ জুন) সকালে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মহীউদ্দিন জানান, উপজেলায় নতুন করে ৩ জন করোনায় হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ৯ জন বাড়ি ফিরে গেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন পারভিন জানান, যারা আক্রান্ত হয়েছেন শুধু ওই ব্যক্তির বাড়ি বা প্রতিষ্ঠান লকডাউনের আওতায় আনা হবে।