সংবাদ শিরোনাম:
সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী পালন করেছে সামাজিক সংঘঠন মধুপুরে বট গাছের সাথে ট্রাকের ধাক্কা ট্রাক চালক নিহত হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটির উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত নাগরপুরে কৃষকদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাসিনার চাঁদাবাজরা পালিয়ে গেলেও নব্য চাঁদাবাজ বেড়ে গেছে- শাকিল উজ্জামান ভূঞাপুরে এসআই সুমনের পক্ষপাতিত্ব বাদীকে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ ! ভূঞাপুরে উদ্ধারকৃত ১১টি মর্টার শেল যমুনা নদীতে বিস্ফোরণ সখীপুরে অটোগাড়ির চাপায় শিশুর মৃত্যু  দেলদুয়ারে ব্যারিস্টার আশরাফুলের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গোপালপুরে নদীতে গোসল করতে গিয়ে ব্রাক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ভূঞাপুরে রাস্তার কাজে চাঁদা দাবি ! থানায় মামলা

  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৫০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল ভ‚ঞাপুরে ২০ লক্ষ টাকা চাঁদার দাবিতে সড়ক ও জনপথের রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেয় সন্ত্রাসীরা। এই ঘটনায় ভ‚ঞাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঠিকাদারের পক্ষে বাদি হয়ে মামলা করেছেন সাইট ম্যানেজার সোহেল রানা জনি (৩৫)।

মামলায় মো. আরিফ (৩২) পিতা – আবু তালেব ও মো. মাসুদ (৩০), পিতা মো. গফুর সহ অজ্ঞাত ১২/১৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণীতে বলা হয়েছে, টাঙ্গাইল সড়ক ও জনপথের বিভাগের ভ‚ঞাপুর-তারাকান্দি সড়ক প্রশস্তকরণ পায় রানা বিল্ডার্স। কাজটি শুরু করার পর থেকেই উপজেলার ছাব্বিশা গ্রামের আবু তালেবের ছেলে মো. আরিফ ও একই গ্রামের মো. গফুরের ছেলে মো. মাসুদ ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা না দেয়ায় ০৯ নভেম্বর (সোমবার) ৭টি মোটরসাইকেলে আরিফ ও মাসুদের নেতৃত্বে আরো ১২-১৩ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে সাইটে আসে। তখন তারা চাঁদার টাকা দাবি করে সাইট ম্যানেজার সোহেল রানা জনিকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তারা সাইট ইঞ্জিনিয়ার আলতাব হোসেন (২৭)কে ভয় দেখাইয়া কাজ বন্ধ করে দেয়। পরে তারা এক্সেভেটর চালকে মারধর করে চাবি না দেয়ায়।

এই বিষয়ে ভ‚ঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, চাঁদা দাবি ও সরকারী কাজ বন্ধ করে দেয়ার অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাটি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme