খায়রুল খন্দকার ভূঞাপুর : ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীতে শীর্তাতদের মাঝে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে শীতবস্ত্র করেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ভোলা,
উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো. শফিকুল ইসলাম বাবু, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা,
গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার ।
এমপি ছোট মনির জানান, আমরা আজ ২০০ পিছ কম্বল দুস্থ লোকের মাঝে বিতরণ করেছি। আশা করি খুব শীঘ্রই আরো শীতবস্ত্র আসবে এবং তা হত দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে ।