সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ভূঞাপুরে স্কুল ঘেষে বিএনপি নেতার অবৈধ বালুর পাহাড়

  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে দুই শিক্ষকের যোগসাজশে স্কুল ঘেষে অবৈধ বালুর স্তুপে পাহাড় করেছেন হাসমত আলী নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক ও নিকরাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি।

ফলে স্কুলের মাঠ ও বারান্দায় প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। জানা যায়, উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও সহকারী শিক্ষক আব্দুস ছালামের সহযোগিতায় বিএনপি নেতা হাসমত আলী,শরিফুল ইসলাম শরিফসহ বেশ কয়েকজন নেতা ওই স্কুল ঘেষে কয়েকমাস আগে অবৈধভাবে পাহাড়সম বালুর স্তুপ (পাহাড়) করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগীরা জানান, স্কুলের প্রধান শিক্ষকসহ দু’একজন শিক্ষকের সহযোগিতায় বিএনপি হাসমত আলীর নেতৃত্বে অবৈধ বালুর ঘাট করে তারা ব্যবসা পরিচালনা করে আসছে।

এতে যাতায়াতে বিঘœতা, ভেকু ও মেশিনের বিকট শব্দে শিক্ষার্থীরা ঠিকমতো পড়ালেখা করতে পারে না। ভুক্তভোগীরা আরও জানান, বিএনপি নেতা হাসমত আলী ও প্রধান শিক্ষককে এলাকাবাসীর পক্ষ থেকে এই অবৈধ বালুর ঘাট বন্ধে একাধিবার বলা হলেও কোনো প্রতিকার মেলেনি, যারাই এই অবৈধ বালুর ঘাট বন্ধে প্রতিবাদ করে তাদেরকেই নানা ধরণের হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়েও থাকেন এই প্রভাবশালী নেতা।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, স্কুল ঘেষে অবৈধ বালুর ঘাট করা হয়েছে। এর ফলে এই বালু স্কুলের ক্লাসরুম, খেলার মাঠ ও বারান্দায় প্রবেশ করেছে, ধুলোবালির কারণে বইখাতা নষ্ট হয়। স্যারদের বলেও কোনা লাভ হয় না। বালুর কারণে ক্লাশ করা সম্ভব হয় না। তারা এই অবৈধ বালু ঘাটটি দ্রুত অপসারণ চান। উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক ও নিকরাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসমত আলী জানান, স্কুলের কোনো ক্ষতি হোক তা চান না।

এই বালুঘাটে তিনি ছাড়াও স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও সহকারী শিক্ষক আব্দুস ছালামসহ আরও অনেকে জড়িত। আপনার সাথে দেখা করে পরে কথা বলব। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, ঘাটটি দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme