সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

ভূঞাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ , ধর্ষককে ছিনিয়ে নেয়ার অভিযোগ ; সহযোগি আটক

  • আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে।
স্কুল ছাত্রীকে ধর্ষণ

প্রতিদিক প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে রাতে বাড়িতে প্রবেশ করে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা ধর্ষক মেহেদীকে (১৬) আটক করলেও রাতেই হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে । ধর্ষকের সহযোগিকে আটক।

শনিবার (২২ এপ্রিল) রাতে উপজেলার খানুরবাড়ি কালা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষক মেহেদী উপজেলার গোবিন্দাসী গ্রামের ইদ্রিস সরকারের ছেলে। আটক সহযোগি শেখ রাফি (১৬) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী গ্রামের মিজানুর রহমান ওরফে জহুরুলের ছেলে।

রবিবার (২৩ এপ্রিল) এঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে ধর্ষক ও তার সহযোগির বিরুদ্ধে মামলা দায়ের করেছ।

স্থানীয়রা জানায়, ধর্ষক মেহেদীর সাথে ওই স্কুল ছাত্রী একই বিদ্যালয়ের একই শ্রেণীতে পড়তো। এই সুযোগে ওই ধর্ষক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে তার নগ্ন ছবি মোবাইলে তুলে রাখে। পরে শনিবার রাত ১০টার দিকে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ফেসবুকে ছবি ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি ছাত্রীর দাদী টের পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা এগিয়ে গিয়ে ধর্ষক মেহেদী ও তার সহযোগি রাফিকে আটক করে। পরে ধর্ষক ফোন করে তার সহযোগিদের জানালে ৩০/৪০ লোকজন ধর্ষিতার বাড়িতে হামলা চালিয়ে ধর্ষককে ছিনিয়ে নিয়ে যায়। এসময় হামলায় স্থানীয় ইউপি সদস্য লুৎফর মন্ডলসহ বেশ কয়েকজন আহত হয়। আহত সহযোগি রাফি ভূঞাপুর হাসপালে ভর্তি হলে সংবাদ পেয়ে পুলিশ তাকে আটক করে।

উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আহত লুৎফর মন্ডল জানান, ধর্ষক ও তার সহযোগিকে আটক করার পর স্থানীয়রা জানালে ঘটনাস্থলে যাই। পরে ধর্ষকের লোকজন খবর পেয়ে বাড়িতে হামলা চালিয়ে ধর্ষককে ছিনিয়ে নিয়ে যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ধর্ষকের লোকজন আমার উপর হামলা করে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনার প্রাথমিক সততা পাওয়া গেছে। আটক রাফিকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিট্রিম ছাত্রীকে শাররিক পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামী গ্রেফতারে চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme