সংবাদ শিরোনাম:
আঞ্চলিক সংবাদপত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত টাঙ্গাইলের কাতুলীতে বিএনপির ইফতার মাহফিল টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টাংগাইল শহরের ১৮ নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত নিয়ম বর্হিভূত ভাবে ভূঞাপুরে ৯কোটি টাকার জব্দ বালু ৫০ লাখে বিক্রি টাঙ্গাইলে সেফ লাইফ বাংলাদেশের ঈদ উপহার বিতরণ  বাসাইলে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুকে ধর্ষণের চেষ্টা; যুবককে গণধোলাই  টাঙ্গাইল সদর থানায় শ্রেষ্ঠ এসআই শ্রী রামকৃষ্ণ

ভূঞাপুরে স্ত্রীর পরকীয়ায় যুবকের আত্মহত্যা

  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর: ভূঞাপুরে স্ত্রীর পরকীয়ায় জাহাঙ্গীর (৩৮) নামে এক ব্যক্তি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উড়িয়াবাড়ী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কোনো এক সময়ে আত্মহত্যা করেছে সে। জাহাঙ্গীর তার শ্বশুর বাড়ি ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকায় শ্বশুর হায়দার আলীর বাড়িতে বসবাস করতেন।সকালে উপজেলার রাজাপুর গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের সঙ্গে উপজেলার অজুর্না ইউনিয়নের রাজাপুর গ্রামের হায়দার আলীর মেয়ে লাভলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাহাঙ্গীর শ্বশুর বাড়িতে বসবাস করতো। পরে ওই রাজাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আমিনুর বাবুর সঙ্গে পরকীয়ায় জড়ান স্ত্রী লাভলী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়।

নিহতের বড় ভাই সাঈদ জানান, জাহাঙ্গীর আলমের স্ত্রীর সাথে আমিনুরের অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে সালিশ-বৈঠক হয়েছে। বৈঠকে আমিনুরকে পরকীয়ার কারণে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু সেই টাকা নেয়া হয়নি। এরপরও তাদের সম্পর্ক অটুট ছিল। স্ত্রী পরকীয়া থেকে না ফেরায় অভিমানে জাহাঙ্গীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme