সংবাদ শিরোনাম:

ভূঞাপুরে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৮৯৯ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু গোল চত্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের দুই নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।শুক্রবার (০৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর  পূর্বপাশের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারীপাড়ার গ্রামের মৃত হাজী কামাল উদ্দিন সরকারে ছেলে হাজী আব্দুল করিম সরকার (৬০), করিমের স্ত্রী মাতোয়ারা সরকার (৫০) ও মেয়ে কানিজ ফাতেমা (৩০)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইবুর রহমান জানান , সকালে সিরাজগঞ্জ থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির  ভেতরে থাকা তিনজন নিহত ও পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme