সংবাদ শিরোনাম:
গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০ বিএনপি’তে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না: স্বপন ফকির
মধুপুরে নিরাপত্তা হীনতায় রেঞ্জ কর্মকর্তা ।। আদিবাসীদের বিক্ষোভ

মধুপুরে নিরাপত্তা হীনতায় রেঞ্জ কর্মকর্তা ।। আদিবাসীদের বিক্ষোভ

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে বনবিভাগ কর্তৃক গারো আদিবাসী বাসন্তী রেমা নামের এক কৃষাণীর ফসলি জমির কলা বাগান কেটে উজাড় করায় মধুপুর বনের দোখলা রেঞ্জ অফিস ঘেরাও সহ বিক্ষোভ সমাবেশ করেছে গারো অদিবাসীরা।

অপরদিকে বন দখলে বাঁধা দেওয়ায় গারো অদিবাসীদের বিভিন্ন হুমকীদে জীবনের নিরাপত্তা হীনতায় ও ভূগছেন দোখলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে দোখলা রেঞ্জ অফিসের সামনে শোলাকুড়ী জলছত্র সড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ গারো ছাত্র সংগন ও স্থানীয় গারো অদিবাসীরা।

জয়েন শাহী আদিবাসী সংগঠন মধুপুর শাখার সহ সভাপতি রিচার্ট বিপ্লব সিম সাং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট ইয়াকুব আলী,

মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গারো আদিবাসী নেত্রী যষ্ঠিনা নকরেক, শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, বাগাছাস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জন জেত্রা ও ভূক্তভোগী কৃষাণী বাসন্তী রেমা সহ অন্যান্য গারো নেত্রীবৃন্দরা।

এসময় বক্তরা মধুপুর শাল গজারী বনের বাসিন্দা গারো আদিবাসী বাসন্তী রেমার কলা বাগান টাকায় জড়িত ব্যাক্তিদের শাস্তি সহ কলা বাগান মালিক বাসন্তী রেমা কে ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানান।

এদিকে দোখলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ জানান, বন বিভাগের সরকারী জায়গা অবৈধ ভাবে দখল করে কলা বাগান করায় জবর দখলকৃত বনভূমি উদ্ধারের নিয়মিত উদ্ধার অভিযানের অংশ হিসেবে এই জমি উদ্ধার করি ।

সামাজিক বনায়ন যাতে করতে না পারি এই কারণেই হুমকি সহ বিক্ষোভ সমাবেশ করছে তারা। তিনি এখন জীবনের নিরাপত্তা হীনতায় ও ভূগছেন বলে জানান।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840