সংবাদ শিরোনাম:

মধুপুর থেকে প্রশ্নপত্র ফাঁসচক্রের সদস্য গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৬৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মধুপুর থেকে মিজানুর রহমান মিজান (১৭) নামের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসচক্রের সদস্যকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব সদস্যরা।

এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্রের ১০টি স্কিন শট উদ্ধার করা হয়।

সে উপজেলার আশুরা গ্রামের আব্দুল করিমের ছেলে।

মঙ্গলবার দুপুরের র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উপজেলার আশুরা গ্রামে অভিযান চালায়। এসময় দুটি মোবাইল ফোন, চারটি সিম ও এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্রের ১০টি স্কিন শট সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জিজ্ঞাসাবাদে জানায়, সে ফেসবুকে ভূয়া আইডি খুলে টাকার বিনিময়ে প্রশ্ন দেবে বলে কথা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme