প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরখান্ত মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর শহরের সাধারণ মুসুল্লিরা।
শুক্রবার ১০ জুন জুমার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হাসমত আলী রেজা, ফারুক হোসেন বাবু, তানভীর আহমদে, হিরু মোল্লা প্রমুখ।