সংবাদ শিরোনাম:
এবারের পুজাটি যেন নতুন বাংলাদেশের পুজা হয়….উপদেষ্টা ফরিদা আখতার গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ

প্রতিদিন প্রতিবেদক: ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং নূপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শান্তির দাবীতে বিক্ষোভ সমাবশ করেছে টাঙ্গাইলের ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার বিকেলে পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ইমলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আকবর আলীর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ। জেলা সেক্রেটারি মুহাম্মদ আঁখিনূর মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আকরাম, আলী জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব আনিসুর রহমান সিল্টু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক প্রভাষক রেজাউল করিম, সদস্য মাওলানা রেজাউল করিম জেলা ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহিম জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ফয়সাল আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি ভারতে নবীজীকে নিয়ে নূপুর শর্মা ও নবীন জিন্দাল যে কটুক্তি করেছে তা কোনভাবেই মেনে নেয়া যায়না। তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শান্তি হিসেবে ফাঁসির দাবী করেন বক্তারা।

এছাড়াও বক্তারা বাংলাদেশ সরকারকে নীরবতা ভেঙ্গে কটুক্তির প্রতিবাদ ও নিন্দা জানানোর আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদ রোড থেকে শুরু হয়ে পুরাতন বাস স্ট্যান্ড ঘুরে কালিবাড়ি রোড ও ভিক্টোরিয়া রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষ করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840