প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৯-২০ এর নব-নির্বাচিত সদস্যবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।
১৫ সদস্য বিশিষ্ট নব-গঠিত কমিটির শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আইয়ুব আলী।
শপথ গ্রহণ করেন সভাপতি পদে মির্জা রানা, ১ নং সহ-সভাপতি পদে মোঃ আলমগীর হোসেন, ২ নং সহ-সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ), যুগ্ম-সম্পাদক পদে মোঃ বোরহান উদ্দিন কোষাধ্যক্ষ পদে মোঃ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রহিম মিয়া,
দপ্তর সম্পাদক পদে মোঃ মফিজুল মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক পদে আজাদ মেনন আক্তার, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রিপন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পলাশ চন্দ্র দাস, ১ নং সদস্য পদে মোঃ হযরত আলী, ২ নং পদে সদস্য মোঃ সজিবুল ইসলাম এবং ৩ নং পদে সদস্য মোঃ শহিদুল ইসলাম খোকন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোঃ আরিফুল ইসলাম ও মোহাম্মদ শামীম হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জি: মোহাঃ তৌহিদুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশন সভাপতি মোঃ মফিজুল ইসলাম মজনু, সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মির্জা ও সদস্য মোঃ সামছুল আলম (শিবলী)-সহ তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ।