সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

মাভাবিপ্রবিতে দুইদিন ব্যাপী বঙ্গবন্ধু এ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন

  • আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী বঙ্গবন্ধু ৫ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন রিজেন্ট বোর্ড সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও হলের পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্জলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা বিভাগের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

দুইদিন ব্যাপী এ এ্যাথলেটিকস প্রতিযোগিতায় মোট ৩৫টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিজেন্ট বোর্ড সদস্য, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন নুশরাত নাহিদা আফরোজ,

সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম ও প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া স্পেশাল অলিম্পিক বাংলাদেশ-এর জাতীয় পরিচালক ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন-এর সহ-সভাপতি ফারুকুল ইসলাম, বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন-এর সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু)-সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme