প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির কার্যকরী পরিষদ দ্বি-বার্ষিক (২০১৯-২০) নির্বাচনে সভাপতি পদে মির্জা রানা ও সাধারন সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ) নির্বাচিত হয়েছেন।
এছাড়া যুগ্ম-সম্পাদক পদে মোঃ বোরহান উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রহিম মিয়া নির্বাচিত হয়েছেন। রোববার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক লাউঞ্জে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৫ সদস্য বিশিষ্ট নব-গঠিত কমিটির ১১ টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় ১ নং সহ-সভাপতি পদে মোঃ আলমগীর হোসেন, ২ নং সহ-সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোঃ ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোঃ মফিজুল মন্ডল,
ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক পদে আজাদ মেনন আক্তার, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রিপন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পলাশ চন্দ্র দাস, ১ নং সদস্য পদে মোঃ হযরত আলী, ২ নং পদে সদস্য মোঃ সজিবুল ইসলাম, ৩ নং পদে সদস্য মোঃ শহিদুল ইসলাম খোকন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আইয়ুব আলী এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আরিফুল ইসলাম ও মোহাম্মদ শামীম হোসেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৮৬ জন।