প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সভা বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২০১৮-১৯ পরিষদ নবনির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় ২০১৮-১৯ পরিষদের সকল সদস্যের হাতে সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মাননা স্মারক তুলে দেন।
সভায় সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সাধারণ সম্পাদক ড. মোঃ মাসুদার রহমান ও নবনির্বাচিত পরিষদের সদস্যসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষকবৃন্দ তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন দাবি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন।