প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে জামুর্কী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পরিষদের মিলনায়তনে পরিষদের সচিব উত্তম কুমার পোদ্দার এই বাজেট ঘোষণা করেন।
জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেলের সভাপতিত্বে বাজেট সভায় ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৪৪৭ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৪০০ টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত থাকবে ৪ লাখ ৮৪ হাজার ৪৭ টাকা।
পরে উন্মুক্ত বাজেট সম্পর্কে আলোচনায় অংশ নেন মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, জামুর্কী ইউপি সদস্য মো. খোরশেদ আলম, নুরুল ইসলাম পিয়ারা, জাফর ইকবাল।