প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুর থেকে চুরি হওয়া ৩টি সিএনজি চালিত অটোরিস্কা নরসিংদী থেকে উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।
শুক্রবার রাতে নরসিংদী সদরের বরই বাড়ী বাজার এলাকা থেকে অটো রিক্্রা দুটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, গত ৮ জুলাই মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামের বেল্লাল মিয়ার বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে সিএনজি চালিত তিনটি নতুন অটোরিস্কা চোরের দল চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে অটোরিস্কার মালিক মো. জাহাঙ্গীর হোসেন মির্জাপুর থানায় মামলা করেন। পরে ঢাকার সিআইডি ও মির্জাপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে সিএনজিগুলোর সন্ধান পান।
শুক্রবার রাত আটটার দিকে নরসিংদী শহরের বরই বাড়ী বাজার এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় দুটি সিএনজি চালিত অটোরিস্কা উদ্ধার করেন। তবে পুলিশ এর সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুরি যাওয়া তিনটি সিএনজি চালিত অটোরিস্কার মধ্যে দুইটি উদ্ধার কর হয়েছে। অন্যটিও উদ্ধারে চেষ্টা চলছে বলে তিনি জানান।