প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী আলিমুল মোল্লাকে প্রকাশ্য দিবালোকে ছরিকাঘাতে হত্যার প্রতিবাদ ও মুল আসামী সাব্বিরকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা বাইমহাটি গ্রামবাসি ও নিহত আলিমুলের পরিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাস স্টেশনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়াজন করে।
হত্যাকারী সাব্বিরকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন আলিমুলেল স্ত্রী মিতু আক্তার, মাতা আছিয়া বেগম ও বাবা সেলিম মোল্লা প্রমুখ।
উল্লেখ্য যে, গত (২২ মার্চ) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পুরাতন রোড যমুনা জেনারেল হাসপাতাল (প্রাইভেট) ডায়াগোনস্টিক সেন্টার সংলগ্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাব্বির আলিমুলকে প্রকাশ্যে ছুরকাঘাতে হত্যা করে।