সংবাদ শিরোনাম:
পাপ ও অশান্তি সৃষ্টিকারী অভ্যাস থেকে দূরে থাকা জরুরি বাসাইলের নাগাসিমে একশ’ মেঘাওয়াট সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপনের অনুমোদন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচনে বিদেশী কোন চাপ নেই – ইসি মো: আলমগীর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সখীপুর উপজেলা আ.লীগ সভাপতির গাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা ভূঞাপুরে সোনালী ব্যাংকের আত্মসাত করা টাকা ফেরত দেয়ার দাবীতে মানববন্ধন দলের বাইরে যারা নির্বাচন করছে তারা বিদ্রোহী প্রার্থী    … কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক টাঙ্গাইলের ধনবাড়ীর সাফল্যের পাঁচ নারী মির্জাপুরে ঋণগ্রস্থ ব্যক্তির ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা
মির্জাপুরে গলাটিপে বৃদ্ধকে হত্যা

মির্জাপুরে গলাটিপে বৃদ্ধকে হত্যা

প্রতিদিন প্রতিবেদক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের মির্জাপুরে সাধন রাজবংশী (৬২) নামে এক বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বহুরিয়া মাঝিপাড়া গ্রামের সাধন রাজবংশী ও সুশীল পালের পাশাপাশি বসত ঘর। বুধবার (৪ মে) সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি হয়। সুশীলের বাড়িতে জমে থাকা সেই বৃষ্টির পানি সাধনের বাড়ির ভেতরে প্রবেশ করে। এতে সাধনের বসত ঘরের মাটির মেঝে ভেঙে যায়। সাধন ও তার ছেলে রিপন বৃহস্পতিবার সকালে সুশীলকে ডেকে বিষয়টি দেখাচ্ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় রিপন মাতুব্বরদের ডাকতে যান। কথা কাটাকাটির বিষয়টি জানতে পেরে ঘুম থেকে উঠে এসে সুশীলের ছেলে অরি গালিগালাজ করতে করতে সাধনের গলা চেপে ধরেন। তখন বাড়ির লোকজন ঠেকাতে যাওয়ার আগেই সাধন মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে রিপন মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন।

রিপন ও মৃত সাধনের ভাতিজা বিষ্ণু জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে অরি এসে সাধনের গলা চেপে ধরেন। লোকজন ছাড়িয়ে দিলে সাধন মাটিতে পড়ে মারা যান।

বহুরিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ড মেম্বার মো. আব্দুস সামাদ সিকদার বলেন, সাধনকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840