সংবাদ শিরোনাম:

মির্জাপুরে ছুরিকাঘাতে যুবক খুন

  • আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৬৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর পৌর সদরে প্রকাশ্যে ছুরিকাঘাতে মো.আলিমুল নামের এক যুবককে খুন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে যমুনা ক্লিনিকের সামনে বাইমহাটী গ্রামের মো.আমানুল্লার ছেলে মো.সাব্বির হোসেন প্রকাশ্যে ছুরি দিয়ে আলিমুলকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত আলিমুলকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার্ড করেন। ঢাকা নেয়ার পথে মির্জাপুরের দেওহাটা পৌঁছার পর তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেন মির্জাপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে কাউন্সিলর মো. সুমন হক।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। কি বিষয়ে খুন হয়েছে আসামি গ্রেফতার হলে জানা যাবে। আসামীকে গ্রেফতার করা জন্য পুলিশের অভিযান অব্যহত আছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme