প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেমের পিতা মো. দুদু মিয়া (৯৫) ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাধ্যতজনিত কারণে উপজেলার গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ২ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় নামাজে জানাজা শেযে সামাজিক কবরাস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে জাতীয় পার্টি নেতা আবুল কাশেমের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি,
উপজেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ প্রমুখ।