প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াইল প্রিমিয়ার ক্রিকেট লীগ নামে টি ২০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা শুরু হয়। গোড়াইল যুব সমাজ খেলার আয়োজন করেছেন।
উদ্বোধনিয় খেলায় ব্যাট করতে নেমে গোড়াইল স্টার একাদশ প্রতিপক্ষকে ১৭৮ রান করে। পরে স্কয়ার ফার্মাসিউটিক্যাল একাদশ ২ বল বাকী থাকতে খেলায় চার উইকেটে জয়ী হয়। খেলায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল একাদশের স¤্রাট হোসেন ম্যান অব দ্যা ম্যাচ হয়।
খেলার আয়োজক কমিটির সদস্য ফারহান ইসলাম জনি ও তাইবুল ইসলাম জানান, নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। খেলায় আটটি দল অংশ নিচ্ছে।